০৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় তিনজন আটক

  • আপডেট: ০২:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • 86

সূর্যোদয় প্রতিবেদক : সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানায়নি।

১৫ জুন বৃহস্পতিবার বিকেলে তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

সাংবাদিক নাদিমকে হত্যায় ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যানকে আটক করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওসি জানান, মূলত সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে আমরা যাদের চিহ্নিত করছি, তাদের আটক করছি। আসলে এখনো কোনো অভিযোগও তো আমরা পাইনি। ঘটনাস্থলে যারা যারা ছিল তাদের যদি অভিযোগ পাই তাহলে শতভাগ ব্যবস্থা নেওয়া হবে।

১৪ জুন বুধবার দিবাগত রাত ১০টার দিকে বকশিগঞ্জের পাথাটিয়ায় ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে নাদিমের ওপর নৃশংস হামলা চালায় একদল সন্ত্রাসী। বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বাধিক পঠিত

সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় তিনজন আটক

আপডেট: ০২:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

সূর্যোদয় প্রতিবেদক : সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানায়নি।

১৫ জুন বৃহস্পতিবার বিকেলে তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

সাংবাদিক নাদিমকে হত্যায় ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যানকে আটক করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওসি জানান, মূলত সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে আমরা যাদের চিহ্নিত করছি, তাদের আটক করছি। আসলে এখনো কোনো অভিযোগও তো আমরা পাইনি। ঘটনাস্থলে যারা যারা ছিল তাদের যদি অভিযোগ পাই তাহলে শতভাগ ব্যবস্থা নেওয়া হবে।

১৪ জুন বুধবার দিবাগত রাত ১০টার দিকে বকশিগঞ্জের পাথাটিয়ায় ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে নাদিমের ওপর নৃশংস হামলা চালায় একদল সন্ত্রাসী। বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।