বিজয় ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রামে পাথর বোঝাই ট্রাক-চাপায় মোটরসাইকেল আরোহী খতিবর রহমান মিন্টু (৫২) নিহত হয়েছেন।তিনি একজন ব্যবসায়ী
বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খতিবর রহমান মিন্টু উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গুড়িয়াটারি এলাকার আফসার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় ব্যবসায়ী কাজে মোটরসাইকেল যোগে পাটগ্রাম অভিমুখে আসছিলেন এ দিকে বুড়িমারী স্থল বন্দর থেকে পাথর বোঝাই ট্রাক পাটগ্রাম অভিমুখে আসছিল। এসময় ট্রাকটি খতিবর রহমান মিন্টুর মোটরসাইকেলটির পেছন দিক থেকে চাপা দিলে ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ঢাকা মেট্টো ট-২২৯১৯৫ নম্বরবাহী ট্রাকটিকে জব্দ করে স্থানীয়রা পাটগ্রাম থানা পুলিশে সোপর্দ করে।
নিহতের পরিবার জানান, খতিবর রহমান মিন্টু মাত্র দুই মাস আগে ব্যবসায়ী কাজের জন্য মোটরসাইকেলটি ক্রয় করেন।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ট্রাক-চাপায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
তিনি আরও বলেন, হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের মাধ্যমে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছ।