সৌদি আরব থেকে লিটন তালুকদার : সৌদিআরবের রাজধানী রিয়াদে বিদ্যুতায়িত হয়ে এক বাংলাদেশী তরুণের মৃত্যু হয়েছে। বিদ্যুতায়িত মৃত্যুবরনকারী বাংলাদেশী তরুণের নাম জাহিদ জনি। জানা গেছে, জাহিদ জনি নামের এই তরুণ গতকাল ৭জুন বুধবার দুপুরের খাবার খেয়ে কাজের সাইটের এক ফিল্টার ফ্রিজ থেকে পানি খেতে গিয়েছিলেন। ওই ফ্রিজটি আগে থেকেই কোনভাবে বিদ্যুতায়িত হয়ে ছিল।
জাহিদ জনি পানি খেতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। রিয়াদ এয়ারপোর্টের কাছাকাছি মেট্রোরেলের একটি সাইটে সে তারা কাজ করছিলেন।
৪ বছর ধরে সৌদি প্রবাসী জাহিদ জনি রিয়াদের হাইয়াল হারা এলাকাতে থাকতেন। জাহিদ জনি কুমিল্লার বুড়িচং থানার বাজোহারা গ্রামের আবদুর রশিদের সন্তান বলে জানা গেছে।