০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজের পদত্যাগ

  • আপডেট: ০১:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • 125

চট্টগ্রাম প্রতিবেদক : চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওমর হাজ্জাজ পদত্যাগ করেছেন। গতকাল ২ আগস্ট সোমবার দুপুরে তার পদত্যাগপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। উদ্ভুত পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন প্রশাসক নিয়োগেরও আবেদন জানানো হয়েছে।
চিটাগং চেম্বার সচিব মো. ফারুক জানান, চেম্বারের সম্পূর্ণ পর্ষদ সোমবার (২ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন। দায়িত্বে থাকা সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও ২১ জন পরিচালক প্রেসিডেন্ট বরাবরে তাদের পদত্যাগ পত্র জমা দেন। সবার পদত্যাগপত্র গ্রহণের পর সভাপতি তার পদত্যাগপত্রসহ বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগে পাঠিয়েছেন। এখন আইন অনুযায়ী মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগের সম্ভাবনা আছে।
দেশে বিগত ৫ আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দেশব্যাপী সংস্কারের দাবির ধারাবাহিকতায় চট্টগ্রামের সক ব্যবসায়ী সমাজ ও বঞ্চিত ব্যবসায়ী সমাজ নামের দুটি সংগঠনের ব্যানারে চট্টগ্রাম চেম্বারে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে চেম্বারের বর্তমান পরিষদের পদত্যাগ দাবি করে আসছিলেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।
উল্লেখ্য যে, দীর্ঘ বছর ধরে চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের পরিবার সদস্যদের মধ্যে জিম্মি ছিলেন।
সাবেক এমপি লতিফের ছেলে ওমর হাজ্জাজ, সিনিয়র সহ-সভাপতি ডাঃ মুনাল মাহাবুব বেগম( সাবেক সভাপতি মাহবুবুল আলম এর মেয়ে), পরিচালক আলমগীর চৌধুরী (সাবেক এমপি জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে), তানভীর চৌধুরী শারুল (হুইপ শামসুল হকের ছেলে)সহ আরো একাধিক রাজনৈতিক ও ব্যবসায়ী নেতার পরিবারের সদস্য বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ব্যবসায়ি নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত

চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজের পদত্যাগ

আপডেট: ০১:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রাম প্রতিবেদক : চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওমর হাজ্জাজ পদত্যাগ করেছেন। গতকাল ২ আগস্ট সোমবার দুপুরে তার পদত্যাগপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। উদ্ভুত পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন প্রশাসক নিয়োগেরও আবেদন জানানো হয়েছে।
চিটাগং চেম্বার সচিব মো. ফারুক জানান, চেম্বারের সম্পূর্ণ পর্ষদ সোমবার (২ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন। দায়িত্বে থাকা সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও ২১ জন পরিচালক প্রেসিডেন্ট বরাবরে তাদের পদত্যাগ পত্র জমা দেন। সবার পদত্যাগপত্র গ্রহণের পর সভাপতি তার পদত্যাগপত্রসহ বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগে পাঠিয়েছেন। এখন আইন অনুযায়ী মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগের সম্ভাবনা আছে।
দেশে বিগত ৫ আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দেশব্যাপী সংস্কারের দাবির ধারাবাহিকতায় চট্টগ্রামের সক ব্যবসায়ী সমাজ ও বঞ্চিত ব্যবসায়ী সমাজ নামের দুটি সংগঠনের ব্যানারে চট্টগ্রাম চেম্বারে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে চেম্বারের বর্তমান পরিষদের পদত্যাগ দাবি করে আসছিলেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।
উল্লেখ্য যে, দীর্ঘ বছর ধরে চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের পরিবার সদস্যদের মধ্যে জিম্মি ছিলেন।
সাবেক এমপি লতিফের ছেলে ওমর হাজ্জাজ, সিনিয়র সহ-সভাপতি ডাঃ মুনাল মাহাবুব বেগম( সাবেক সভাপতি মাহবুবুল আলম এর মেয়ে), পরিচালক আলমগীর চৌধুরী (সাবেক এমপি জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে), তানভীর চৌধুরী শারুল (হুইপ শামসুল হকের ছেলে)সহ আরো একাধিক রাজনৈতিক ও ব্যবসায়ী নেতার পরিবারের সদস্য বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ব্যবসায়ি নেতৃবৃন্দ।