নাসিম উদ্দিন আকাশ, ইউএই থেকে : প্রবাসে দীর্ঘ ২৫ বছর ধরে স্বচ্ছ, সুন্দর, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অবদান রাখায় আরব আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সভাপতি সাইফুল ইসলাম তালুকদারকে আরব আমিরাতের রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এওয়ার্ড প্রদান করা হয়।
২৭ মে শনিবার দুবাই রয়েল কনকট হোটেলে অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, ডিবিসি নিউজ এর চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী ও আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
এ সময় উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, বাংলাদেশ হাইকমিশন ভারতের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, নিউজ ২৪ টেলিভিশনের নির্বাহী সম্পাদক রাহুল রাহা, বাংলাদেশ এসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব সৈনিক, নেফলেক্স গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ, সিআইপি ইব্রাহিম উসমান আফলাতুন প্রমুখ।