০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জয় বাংলা বলে পুলিশ থেকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

  • আপডেট: ১০:৪৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 77

পাবনা প্রতিনিধি : জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে ছিনিয়ে নিয়েছেন নেতাকর্মীরা। গতকাল ২ ফেব্রুয়ারি রোববার বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। আব্দুল ওহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র। তিনি গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি। পুলিশ জানায়, বিকেলে আব্দুল ওহাবের বাড়ি সংলগ্ন মথুরাপুর স্কুলের মসজিদের নামাজ শেষে বের হলে সুজানগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে গাড়িতে উঠায়। এসময় গাড়িটি ঘিরে ধরেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী। তারা পুলিশকে আব্দুল ওহাবকে ছেড়ে দিতে বলেন। কিন্তু তাতে পুলিশ রাজি না হলে কয়েকশ লোক জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাকে গাড়ি থেকে ছিনিয়ে নেন। বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, আব্দুল ওহাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মথুরাপুর স্কুল থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু কয়েকশ লোক তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছেন। তাকে আবার ধরতে অভিযান চলছে।

সর্বাধিক পঠিত

জয় বাংলা বলে পুলিশ থেকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

আপডেট: ১০:৪৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

পাবনা প্রতিনিধি : জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে ছিনিয়ে নিয়েছেন নেতাকর্মীরা। গতকাল ২ ফেব্রুয়ারি রোববার বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। আব্দুল ওহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র। তিনি গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি। পুলিশ জানায়, বিকেলে আব্দুল ওহাবের বাড়ি সংলগ্ন মথুরাপুর স্কুলের মসজিদের নামাজ শেষে বের হলে সুজানগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে গাড়িতে উঠায়। এসময় গাড়িটি ঘিরে ধরেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী। তারা পুলিশকে আব্দুল ওহাবকে ছেড়ে দিতে বলেন। কিন্তু তাতে পুলিশ রাজি না হলে কয়েকশ লোক জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাকে গাড়ি থেকে ছিনিয়ে নেন। বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, আব্দুল ওহাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মথুরাপুর স্কুল থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু কয়েকশ লোক তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছেন। তাকে আবার ধরতে অভিযান চলছে।