শরীয়তপুর প্রতিনিধি : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৪০টি গ্রামের অন্তত ১০ হাজার মানুষ ঈদুল আজহা উদযাপন করছেন।
২৮ জুন বুধবার সকালে কয়েক হাজার মুসল্লি নিয়ে সুরেশ্বর দরবার শরীফ মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসী জানান, শরীয়তপুরের ছয় উপজেলার ৪০টি গ্রামের কয়েক হাজার মানুষ ১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজানের রোজা রাখা, ঈদ উদযাপনসহ বিভিন্ন উৎসব পালন করে আসছেন।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার সকাল সাড়ে ৯টায় সুরেশ্বর দরবার শরীফে ঈদের জামাত শেষে সেমাই পোলাও খেয়ে কোরবানির মাধ্যমে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা পালন করেন তারা।
জানা যায়, সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬৯ দেশে মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় আজ ওইসব দেশে ঈদুল আজহা উদযাপন করছেন মুসলমানরা। তাই তাদের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের শাহ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা ঈদ উদযাপন করছেন।
সুরেশ্বর পিরের বর্তমান গদীনিশীন মুতাওয়াল্লি সৈয়দ কামাল নুরী বলেন, দীর্ঘদিন ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল ঈদ উদযাপন করে আসছি। এর ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার ৪০টি গ্রামের অন্তত ১০ হাজার মুরিদ বুধবার আমাদের সঙ্গে ঈদ করছেন।