কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে ৫৮তম শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে বোহার ইসলামীয়া মাদ্রাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান,ওই মাদ্রাসা সুপার মোজাফ্ফর হোসেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং অত্র মাদ্রাসার শিক্ষার্থী উম্মে ফাল্গুনি শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে পুরস্কার অর্জণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এই পুরস্কার বিতরণ করা হয়। রাণীনগর উপজেলা পরিষদ চেয়য়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা লু’ফর রহমান।এসময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার কামরুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান,শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতায় ৪২জনকে এবং জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ৩৮জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে উপজেলায় মাদ্রাসা পর্যায়ে বোহার ইসলামিয়া মাদ্রাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান,ওই মাদ্রাসার সুপার মোজাফ্ফর হোসেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং অত্র মাদ্রাসার শিক্ষার্থী উম্মি ফাল্গুনি শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে পুরস্কার অর্জণ করেছেন।
শিরোনাম:
রাণীনগরে একই প্রতিষ্ঠানে তিনটি শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জণ
- Reporter Name
- Update Time : ০৭:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
- 31
Tag :
সর্বাধিক পঠিত