সিলেট প্রতিনিধি : প্রতীক পেয়ে সিলেট সিটি নির্বাচনের প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণায় শুরু করেছেন। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
শুক্রবার (২ জুন) সকাল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে রিটার্নিং অফিসারের কাছে থেকে আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক গ্রহণ করেন আনোয়ারুজ্জামান। একে একে অন্য প্রার্থীরাও প্রতীক সংগ্রহ করেছেন।
সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৭ জন প্রার্থী।
তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু, স্বতন্ত্র প্রার্থী মো. ছালাহ উদ্দিন রিমন এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়া।
এদের মধ্যে দলীয় মনোনীত ৪ জন প্রার্থী রয়েছেন। দলীয় নির্বাচনী প্রতীক হিসেবে আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান হাতপাখা এবং জাকের পার্টির মো. জহিরুল আলম দলীয় প্রতীক গোলাপফুল পেয়েছেন।
উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে ইভিএমে ভোটগ্রহণ হবে।