চট্টগ্রাম প্রতিবেদক : ফটিকছড়ির হারুয়ালছড়ির নয়াহাট রাস্তা এলাকায় খালের উপর নির্মাণ করা সেতুটি এলাকাবাসীর কোন কাজে আসছে না। ত্রিশ লাখ টাকা ব্যয়ে হারুয়ালছড়ির ফটিকছড়ি খালের উপর নির্মাণ করা হয় সেতুটি। কিন্তু ব্রিজের সাথে সংযোগ সড়ক না থাকায় খালের নিচ দিয়ে চলাচল করেন দুপাড়ের গ্রামবাসী। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অফিস সূত্রে জানা যায়, ২০১৫/১৬ অর্থ বছরে হারুয়ালছড়ি বড়বিল নয়াহাট রাস্তায় ফটিকছড়ি খালের উপর (আরসিসি বক্স কালভার্ট) ব্রিজটি প্রায় ২৯ লাখ ৫৮ হাজার টাকা প্রাক্কলিত অর্থের পরিমাণে নির্মাণ করা হয়। ব্রিজটি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল এফ আর কালেকশন। স্থানীয়রা জানায়, বর্ষা মৌসুমে এ খালের পানি বেড়ে যায়। এত বেশি স্রোত থাকে নৌকা দিয়েও পারাপারের ঝুঁকি বেড়ে যায়। জানা গেছে, টিলাপাড়া, ডেবিলিখুল, উজানপাড়া, পিনপিনিয়া ও ২টি চা বাগানের শ্রমিক সহ ৪-৫ হাজার মানুষ চলাচল করে এ স্থান দিয়ে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় বর্ষার সময় সব ধরনের যাতায়াত বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর দাবী বর্তমানে খালটির উপর ১০০ ফুট লম্বা ব্রিজ প্রয়োজন। কিন্তু হয়েছে ৩৬ ফুট। পানির স্রোতে দুই কূল ভেঙে যাওয়ায় এ ব্রিজটি কোন কাজেই আসছে না। এটি এখন সম্পূর্ণ চলাচল অযোগ্য।
০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম: