Dhaka ০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাত করলেন ইউপি চেয়ারম্যান

  • Reporter Name
  • Update Time : ১০:১৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • 4196

সূর্যোদয় ডেস্ক : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের কাজ না করে অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১২ মার্চ) কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ধনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিলন মিয়ার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্স মেন্ট অভিযানকালে এ সত্যতা পায়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রে জানা যায় চেয়ারম্যান, ধনপুর ইউনিয়ন পরিষদ, ইটনা, কিশোরগঞ্জ এর বিরুদ্ধে প্রকল্পের কাজ না করে অর্থ উত্তোলনপূর্বক আত্মসাত করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ হতে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্রাদি যাচাই করতে গেলে প্রকল্প সংক্রান্ত রেজুল্যাশন ব্যতীত অন্য কোন রেকর্ডপত্র সংশ্লিষ্ট চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সচিব এনফোর্সমেন্ট টিমের সামনে উপস্থাপন করতে পারেন নি।অভিযানকালে টিমের সদস্যরা অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্প দুইটি পরিদর্শন করে এবং স্থানীয় জনসাধারনের নিকট এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। পরিদর্শনকালে সার্বিক হিবেচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

Tag :

প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাত করলেন ইউপি চেয়ারম্যান

Update Time : ১০:১৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

সূর্যোদয় ডেস্ক : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের কাজ না করে অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১২ মার্চ) কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ধনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিলন মিয়ার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্স মেন্ট অভিযানকালে এ সত্যতা পায়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রে জানা যায় চেয়ারম্যান, ধনপুর ইউনিয়ন পরিষদ, ইটনা, কিশোরগঞ্জ এর বিরুদ্ধে প্রকল্পের কাজ না করে অর্থ উত্তোলনপূর্বক আত্মসাত করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ হতে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্রাদি যাচাই করতে গেলে প্রকল্প সংক্রান্ত রেজুল্যাশন ব্যতীত অন্য কোন রেকর্ডপত্র সংশ্লিষ্ট চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সচিব এনফোর্সমেন্ট টিমের সামনে উপস্থাপন করতে পারেন নি।অভিযানকালে টিমের সদস্যরা অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্প দুইটি পরিদর্শন করে এবং স্থানীয় জনসাধারনের নিকট এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। পরিদর্শনকালে সার্বিক হিবেচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।