লিটন তালুকদার, সৌদি আরব থেকে : হজ্ব পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ৩৩ হাজার ৭৩৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। ৩০ মে মঙ্গলবার হজ পোর্টাল থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে।
সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৩৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৮ হাজার ৩৩৭ জন। হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয় গত ২১ মে থেকে । শেষ হবে ২২ জুন।
হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।