সৌদি আরব ব্যুরো : সৌদি আরবে আজ ২০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২১ এপ্রিল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে সৌদি আরবে। তুমাইর অবজারভেটরি জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার শাওয়াল মাসের প্রথম দিন। একই দিন ঈদ পালন করে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। সৌদি গ্যাজেট ও গালফ নিউজ এ খবর জানিয়েছে। সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কারণে এবার অঞ্চলটিতে রোজা ২৯টি হলো।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, এবার দেশটিতে ঈদুল ফিতর শুরু হচ্ছে শুক্রবার। দেশটিতে পাঁচ দিন ধরে ঈদুল ফিতর উদযাপন করা হয়। এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান ঘোষণা দিয়েছে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতর উদযাপন করা হবে। অস্ট্রেলিয়া, ফিলিপাইন, ব্রুনেই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান ও ইন্দোনেশিয়া শনিবার ঈদুল ফিতর পালনের ঘোষণা দিয়েছে সরকারিভাবে। কারণ দেশগুলোতে বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
শিরোনাম:
সৌদি আরবে ঈদ উদযাপন হবে শুক্রবার
- Reporter Name
- Update Time : ০৩:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- 1271
Tag :
সর্বাধিক পঠিত