লিটন তালুকদার, সৌদি ব্যুরো : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা না থাকায় ওই অঞ্চলে আগামী ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) তার টুইটার অ্যাকাউন্টে একটি বিবৃতিতে বলেছে, তারা জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে এ অনুমানের কথা জানিয়েছে। তবে ঈদ কবে হবে, তা শুধু শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে জানিয়েছে আইএসি। বিবৃতিতে আইএসি বলেছে, আগামী বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের কোথাও থেকে খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা সম্ভব নয়। আরব বিশ্বের বেশিরভাগ দেশে টেলিস্কোপের মাধ্যমে চাঁদের দেখা পাওয়া সম্ভব নয়। লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে অবশ্য টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা যেতে পারে। এ কারণে সম্ভবত শনিবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। আইএসি জানিয়েছে, বৃহস্পতিবার খালি চোখে কিংবা টেলিস্কোপের সাহায্যে শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলে সৌদি আরবসহ এ অঞ্চলের দেশগুলো এবার ৩০টি রোজা রাখার সুযোগ পেতে পারে।
শিরোনাম:
সৌদি আরবে ২২ এপ্রিল শনিবার ঈদ হতে পারে
- দৈনিক সূর্যোদয়
- Update Time : ০৯:৩৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- 2926
Tag :
সর্বাধিক পঠিত