চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট এলাকায় চম্পা চাকমা (২৮) নামে এক এনজিওকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (৫ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে ধামাইরহাট ওয়ান ব্যাংকের নিচে এ হত্যাকান্ড ঘটে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চম্পা চাকমা দীর্ঘদিন ধরে পদক্ষেপ লালানগর শাখায় কর্মরত। রোববার রাতে বাড়ি ফেরার জন্য ধামাইরহাট ওয়ান ব্যাংকের নিচে অবস্থানকালে এক যুবক চম্পা চাকমাকে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চম্পা চাকমার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিহত চম্পা চাকমা রাঙামাটি জেলার কোতোয়ালী থানার বন্দুকভাঙা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছাক্রাছড়ি গ্রামের শান্তিময় চাকমার মেয়ে।
০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নারী এনজিও কর্মী খুন
সর্বাধিক পঠিত