চট্টগ্রাম ব্যুরো : গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট ফরিদাপাড়া এলাকা থেকে অস্ত্রসহ আয়ুব আলী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। এসময় শহীদুল ইসলাম বুশের ৩৩ সহযোগীকেও আটক করা হয়। চান্দগাঁও থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আয়ুব আলী ভোলা জেলার দৌলতখান এলাকার বাসিন্দা। তিনি ও তার ভাই শহীদুল ইসলাম বুশ (২৭) চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার বদিআলম গলির হিরু বিল্ডিংয়ে ভাড়া বাসায় থাকতেন। দীর্ঘদিন ধরে তারা চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অস্ত্র চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এই দুই ভাইয়ের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র প্রতিদিন প্রায় ২০ লাখ টাকার ইয়াবা, গাঁজা ও হেরোইন বিক্রি করত। আয়ুব আলী গ্রেফতার হলেও পলাতক শহীদুল ইসলাম বুশ এখনো এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। চান্দগাঁও থানা পুলিশ জানায়, পলাতক শহীদুল ইসলাম বুশকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:









