সাতক্ষীর প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে চাঁদা দাবিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কয়েকজন যুবক নিজেদের ‘সমন্বয়ক নেতা’ পরিচয় দিয়ে কার্যালয়ে হাজির হয়ে কর্মকর্তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না পেলে অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকিও দেন তারা। ঘটনা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ডিলার ও সাধারণ মানুষ কার্যালয়ে জড়ো হন। পরে উত্তেজিত জনতার ধাওয়া খেয়ে সমন্বয়ক পরিচয়দানকারীরা সেখান থেকে পালিয়ে যান। অভিযুক্তরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি, জুলাই আহত নাহিদ ইসলাম, আবু হাসান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেবহাটার সাবেক আহ্বায়ক মুজাহিদুল ইসলান। এব্যাপারে স্থানীয় খাদ্যবান্ধব ডিলার ফয়জুল ইসলাম, রবিউল ইসলাম, আব্দুর রহমান, মিজানুর রহমান, শেখ মাখছুদুর রহমান ও আব্দুল আলিম মিঠু বলেন, আমরা শুনেছি কয়েকদিন ধরে কিছু যুবক সমন্বয়ক পরিচয়ে অফিসে এসে ঝামেলা করছে। আজ তারা তালা দিতে আসার খবর পেয়ে আমরা ছুটে যাই। তবে ততক্ষণে তারা পালিয়ে যায়। এসময় উপস্থিত সাধারণ মানুষও সমন্বয়কদের খুঁজতে থাকে। তবে জনতার উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সরে পড়ে। দেবহাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনা খাতুন বলেন, ঘটনার সময় আমি অফিসের কাজে বাইরে ছিলাম। পরে জানতে পারি তারা আমার অফিসে টাকা নিতে এসে হুমকি দিয়েছে। এরপর কী ঘটেছে তা আমি জানি না। স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি অফিসে এভাবে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি ও তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা প্রশাসনিক অব্যবস্থাপনার প্রতিফলন। তারা দ্রুত এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল জানিয়েছেন, কয়েকদিন আগে রনি এসে আমাকে বলেছিল, ডিলারশিপ নিয়োগে নাকি ঘুষ নেওয়া হয়েছে। তখন আমরা বলেছিলাম উপযুক্ত প্রমাণসহ অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে আজ তারা সরাসরি সেখানে গিয়েছে এবং বিষয়টি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, যা কাম্য নয়। আমরা তো তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে তারা কেন সরাসরি সেখানে গেলেন? অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম: