০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন

  • আপডেট: ০৯:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 48

সূর্যোদয় প্রতিবেদক : ভূমি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালনকারী মো. আবুল কালামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব পদে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৭ সেপ্টেম্বর (রবিবার) জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. আবুল কালামসহ আরও কয়েকজন কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মো. আবুল কালাম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা। তার দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার কারণে তিনি সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থা অর্জন করেছেন। বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালনকালে তিনি জনসেবাকে সর্বাগ্রে প্রাধান্য দিয়েছেন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। ভূমি মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বিভিন্ন নীতি বাস্তবায়ন, সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের কৃতি সন্তান মো. আবুল কালামের গ্রামের বাড়ি ৮ নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামে। শৈশব থেকেই তিনি মেধা, পরিশ্রম এবং সততার মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন। নতুন দায়িত্বে যোগদান করে তিনি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে জানা গেছে। বিশেষ করে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির কাজে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। স্থানীয় মানুষজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার এ পদায়নকে একটি মর্যাদাপূর্ণ অর্জন হিসেবে দেখছেন। তারা বিশ্বাস করেন, মো. আবুল কালাম তার দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে দেশের সেবায় আরও কার্যকর অবদান রাখবেন।

সর্বাধিক পঠিত

ফটিকছড়িন ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন

আপডেট: ০৯:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

সূর্যোদয় প্রতিবেদক : ভূমি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালনকারী মো. আবুল কালামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব পদে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৭ সেপ্টেম্বর (রবিবার) জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. আবুল কালামসহ আরও কয়েকজন কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মো. আবুল কালাম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা। তার দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার কারণে তিনি সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থা অর্জন করেছেন। বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালনকালে তিনি জনসেবাকে সর্বাগ্রে প্রাধান্য দিয়েছেন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। ভূমি মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বিভিন্ন নীতি বাস্তবায়ন, সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের কৃতি সন্তান মো. আবুল কালামের গ্রামের বাড়ি ৮ নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামে। শৈশব থেকেই তিনি মেধা, পরিশ্রম এবং সততার মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন। নতুন দায়িত্বে যোগদান করে তিনি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে জানা গেছে। বিশেষ করে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির কাজে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। স্থানীয় মানুষজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার এ পদায়নকে একটি মর্যাদাপূর্ণ অর্জন হিসেবে দেখছেন। তারা বিশ্বাস করেন, মো. আবুল কালাম তার দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে দেশের সেবায় আরও কার্যকর অবদান রাখবেন।