খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের রিসোর্স পার্সন (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার ও পুলিশ সুপার মুক্তা ধর। পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ কর্মশালায় অংশগ্রহণকারি সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।