০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের হোসেনপুরে কিশোর রাব্বির রহস্যজনক আত্মহত্যা

  • আপডেট: ০১:২৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • 101

কিশোরগঞ্জ থেকে লিকন মিয়া : কিশোরগঞ্জের হোসেনপুরে সৌরভ হোসেন রাব্বি (১৪) নামে এক কিশোর ১৪ আগষ্ঠ সোমবার সকালে আত্মহত্যা করেছে। তার এই আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক বলে দাবী করেছে তার পরিবার। সে হোসেনপুর পৌর সদরের ধূলিহর গ্রামের আলাল উদ্দিনের ছেলে।

জানা যায়, রোববার রাত ৮টার দিকে মোবাইল ফোনে টাকা রিচার্জের কথা বলে রাব্বি বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। সারা রাত খোঁজার পর সোমবার সকালে বাড়ির পাশের একটি বড়ই গাছে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। রাব্বির মা লিপি আক্তার জানান, রাব্বি বাড়ি থেকে বের হওয়ার পর প্রতিবেশী নূরুল ইসলামের স্ত্রী আলফিনা আক্তার ও তার পরিবারের লোকজন তাকে ধরে নিয়ে ছাগল চুরির মিথ্যা অপবাদে আটকে রেখে মারধর করে। আর এমন মিথ্যা অপবাদ ও মারধরের অপমান সইতে না পেরে রাব্বি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু দৈনিক সূর্যেোদয়কে জানান, রাব্বির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মারধর বা আত্মহত্যার প্ররোচনার লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

স্বামী হাসপাতালে,প্যারোলে মুক্তি চেয়েছে ডা. দীপু মনি

কিশোরগঞ্জের হোসেনপুরে কিশোর রাব্বির রহস্যজনক আত্মহত্যা

আপডেট: ০১:২৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩

কিশোরগঞ্জ থেকে লিকন মিয়া : কিশোরগঞ্জের হোসেনপুরে সৌরভ হোসেন রাব্বি (১৪) নামে এক কিশোর ১৪ আগষ্ঠ সোমবার সকালে আত্মহত্যা করেছে। তার এই আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক বলে দাবী করেছে তার পরিবার। সে হোসেনপুর পৌর সদরের ধূলিহর গ্রামের আলাল উদ্দিনের ছেলে।

জানা যায়, রোববার রাত ৮টার দিকে মোবাইল ফোনে টাকা রিচার্জের কথা বলে রাব্বি বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। সারা রাত খোঁজার পর সোমবার সকালে বাড়ির পাশের একটি বড়ই গাছে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। রাব্বির মা লিপি আক্তার জানান, রাব্বি বাড়ি থেকে বের হওয়ার পর প্রতিবেশী নূরুল ইসলামের স্ত্রী আলফিনা আক্তার ও তার পরিবারের লোকজন তাকে ধরে নিয়ে ছাগল চুরির মিথ্যা অপবাদে আটকে রেখে মারধর করে। আর এমন মিথ্যা অপবাদ ও মারধরের অপমান সইতে না পেরে রাব্বি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু দৈনিক সূর্যেোদয়কে জানান, রাব্বির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মারধর বা আত্মহত্যার প্ররোচনার লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।