সূর্যোদয় ডেস্ক: সৌদি আরবের নাজরান এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু তালেব (৪৭) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। গত ৯ মার্চ শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আবু তালেব কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বীর পাইশকা পূর্ব পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। প্রবাসীর সংসারে স্ত্রী ও এক ছেলে (৯) ও এক কন্যা (১৯) সন্তান রয়েছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আবু তালেব সৌদি আরবের একটি কোম্পানিতে দীর্ঘ পাঁচ বছর ধরে কর্মরত ছিলেন। কোম্পানি থেকে বাসায় ফেরার পথে রাতে পেছন থেকে আসা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রবাসীর মৃত্যু হয়। তার এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।