পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি চাল নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযুক্ত চেয়ারম্যান শাহীন হাওলাদার উপজেলার পত্তাশী ইউপির চেয়ারম্যান ও সরকারের জোটভুক্ত জাতীয় পার্টির (জেপি,মঞ্জু) উপজেলা সভাপতি।
জানা গেছে, জেলার ইন্দুকানী উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়রম্যান শাহীন হাওলাদারের অস্থায়ী ভাড়া করা খাদ্যগুদামে ভিজিডিরসহ অবিতরণকৃত ৮০ বস্তায় দুই টন ৪শ কেজি চাল ছিল। চেয়ারম্যান চাল বিতরণ না করে তা সেখানে জমা করে রেখেছেন- এমন অভিযোগে গত ৯ জুন শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাওলাদার মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে তার সমর্থকরা পত্তাশী ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ জুন শনিবার ইউএনওর নির্দেশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওই খাদ্যগুদামে ত্রিশ কেজি করে ৮০ বস্তা চাল জব্দ করেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার জানান, নির্বাচনে পরাজিত হয়ে প্রতিদ্ব›দ্বী প্রার্থী মেয়াজ্জেম হোসেন ও তার লোকেরা আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এমন মিথ্যা অভিযোগ এনেছে। আমার ইউনিয়ন পরিষদের খাদ্য গুদামে অবিতরণকৃত চাল রয়েছে যা ট্যাগ অফিসার বিতরণের তালিকা মিলিয়ে দেখছে। যারা নেননি তাদের চাল দিয়ে দেওয়া হবে।