মোঃ বাবুল শেখ, সাভার উপজেলা প্রতিনিধি : ঢাকার আশুলিয়া হতে ৩৬৫০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
গত ২৮ এপ্রিল শুক্রবার রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়ার মির্জা গোলাম হাফিজ কলেজ সংলগ্ন নবীনগর-পাটুরিয়া মহাসড়কে ওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার মিলন আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তল্লাশি চালিয়ে ৩৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় । র্যাব-৪ সিপিসি ২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার আশুলিয়া, সাভার, ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মাদক বিক্রয় করে আসছিলো। তিনি আরও জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।
শিরোনাম:
আশুলিয়ায় থেকে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব
সর্বাধিক পঠিত