মোঃ বাবুল শেখ, আশুলিয়া থেকে : আশুলিয়ায় সমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ১টি টিনশেডের ঘর সহ অসংখ্য পিছ কাঠ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ ২৮ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্র, মহাসড়কের আমার স্কুল সংলগ্ন পূর্ব ডেন্ডাবর, নিউ নকশী সমিলে আগুনের সূত্রপাত ঘটে। এ ব্যাপারে জিরাবো মডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আহমেদুল কবির দৈনিক সূর্যোদয়কে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছি। আগুনে স’মিলের ১টি বড় টিন সেডসহ, প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাতের বিষয় জানতে চাইলে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
০৮:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম: