সোলায়মান হোসাইন, নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে মানবতার সেবায় নিয়োজিত সংগঠন অস্কিজেন অফ হিউমিনিটি এর উদ্যোগে অসচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে নাগরপুর বাজারে আইয়ূব আলী সুপার মার্কেটের সামনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নানের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা.ছিদ্দিক মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সহ সম্পাদক সাংবাদিক আমজাদ হোসেন রতন, মেডিকেল অফিসার (হোমিও) ডা.কাউছার খাঁন, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিট সাধারন সম্পাদক আজিজুল হক বাবু ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিফাত মিয়া প্রমূখ।
ঈদ সামগ্রী বিতরণকালে বক্তরা অক্সিজেন অফ হাউমেনিটি সেবামূলক কর্মকাণ্ডের ভূয়োসী প্রশংসা করে সমাজের অন্যান্য বিত্তবান ও সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান । সভাপতির বক্তব্যে সাংবাদিক ডা. এম. এ. মান্নান বলেন, মানবিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে উপহার সামগ্রী নিয়ে হাজির হয়। তারই ধারাবাহিকতায় আজকের এই ক্ষুদ্র আয়োজন। তিনি আরও বলেন অল্প পরিসরে সুবিধা বঞ্চিত কিছু মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতে পেয়ে প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পক্ষ থেকে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
শিরোনাম:
টাঙ্গাইলের নাগরপুরে ঈদ সামগ্রী বিতরণ
সর্বাধিক পঠিত