বাগেরহাট প্রতিনিধি : যান্ত্রিক ত্রু্টির কারণে গত ১৫ এপ্রিল শনিবার রাত থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৪ জানুয়ারি কয়লা সংকটে বন্ধ হয়েছিল তাপ বিদ্যুৎকেন্দ্রটি। এদিকে, হঠাৎ করে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ায় প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহের ওপর।
উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, কারিগরি ত্রু্টির কারণে ১৫ এপ্রিল রাত থেকে কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। আশা করি, দ্রæত সময়ের মধ্যে আবারও উৎপাদন শুরু করা হবে।
এদিকে, বিদ্যুৎকেন্দ্রে কয়লা সংকট নেই দাবি করে তিনি আরও বলেন, বর্তমানে কেন্দ্রে কোনো কয়লা সংকট নেই। কেন্দ্রে পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে।
শিরোনাম:
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ
- Reporter Name
- Update Time : ০৭:৫২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- 1440
Tag :
সর্বাধিক পঠিত