০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সভাপতি পদ চলে গেছে, এই ঘটনার পর দেশ ছেড়েছেন ফারুক!

  • আপডেট: ১২:৫৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • 73

মিশু দাশ : গতকাল ২৯ মে বৃহস্পতিবার রাত ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে। তাতে করে বিসিবির সভাপতি পদ চলে গেছে সাবেক এই অধিনায়কের। গঠনতন্ত্রের ফাঁক গলেই মূলত জাতীয় ক্রীড়া পরিষদ এমন সিদ্ধান্ত নিতে পেরেছে। এই ঘটনার পর দেশ ছেড়েছেন ফারুক। বৃহস্পতিবার বিকালে ৮ পরিচালক ফারুকের ওপর অনাস্থা জ্ঞাপন করে ক্রীড়া মন্ত্রণালয়ের বরাবর চিঠি দেয়। সেই চিঠি পেয়ে জাতীয় ক্রীড়া পরিষদ নিজেদের কোটার ৫ পরিচালকদের মধ্যে একজনকে সরিয়ে সেখানে আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর করেছে। গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে বিসিবির পরিচালক নির্বাচিত হবেন তিনি। শুক্রবার বিকালে বোর্ড সভাতে আমিনুলকে প্রথমে পরিচালক এবং পরবর্তীতে সকল পরিচালকদের সম্মতিতে তাকে বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হবে। বোর্ড সভা ডেকেছেন সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম। তার সভাপতিত্বেই দায়িত্ব ভার গ্রহণ করবেন আমিনুল। ৫ আগস্ট সরকার পতনের পর জাতীয় ক্রীড়া পরিষদ ক্যাটাগরির পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির পরিবর্তে নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদ পরিচালক মনোনীত হন। ফারুক সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে কাউন্সিলর ছিলেন। ববি পদত্যাগ না করলেও এনএসসি তাকে পদ থেকে সরিয়ে দেয়। পরবর্তীতে একদিনের মধ্যেই মনোনীত পরিচালক ফারুক সভাপতি নির্বাচিত হন। দেশের ক্রিকেটাঙ্গনে একের পর এক ঘটনা ঘটেই চলছে।

সর্বাধিক পঠিত

ফটিকছড়িন ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সভাপতি পদ চলে গেছে, এই ঘটনার পর দেশ ছেড়েছেন ফারুক!

আপডেট: ১২:৫৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

মিশু দাশ : গতকাল ২৯ মে বৃহস্পতিবার রাত ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে। তাতে করে বিসিবির সভাপতি পদ চলে গেছে সাবেক এই অধিনায়কের। গঠনতন্ত্রের ফাঁক গলেই মূলত জাতীয় ক্রীড়া পরিষদ এমন সিদ্ধান্ত নিতে পেরেছে। এই ঘটনার পর দেশ ছেড়েছেন ফারুক। বৃহস্পতিবার বিকালে ৮ পরিচালক ফারুকের ওপর অনাস্থা জ্ঞাপন করে ক্রীড়া মন্ত্রণালয়ের বরাবর চিঠি দেয়। সেই চিঠি পেয়ে জাতীয় ক্রীড়া পরিষদ নিজেদের কোটার ৫ পরিচালকদের মধ্যে একজনকে সরিয়ে সেখানে আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর করেছে। গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে বিসিবির পরিচালক নির্বাচিত হবেন তিনি। শুক্রবার বিকালে বোর্ড সভাতে আমিনুলকে প্রথমে পরিচালক এবং পরবর্তীতে সকল পরিচালকদের সম্মতিতে তাকে বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হবে। বোর্ড সভা ডেকেছেন সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম। তার সভাপতিত্বেই দায়িত্ব ভার গ্রহণ করবেন আমিনুল। ৫ আগস্ট সরকার পতনের পর জাতীয় ক্রীড়া পরিষদ ক্যাটাগরির পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির পরিবর্তে নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদ পরিচালক মনোনীত হন। ফারুক সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে কাউন্সিলর ছিলেন। ববি পদত্যাগ না করলেও এনএসসি তাকে পদ থেকে সরিয়ে দেয়। পরবর্তীতে একদিনের মধ্যেই মনোনীত পরিচালক ফারুক সভাপতি নির্বাচিত হন। দেশের ক্রিকেটাঙ্গনে একের পর এক ঘটনা ঘটেই চলছে।