বিশেষ প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চট্টগ্রামের ফটিকছড়ি -২ সংসদীয় আসনের রাজনৈতিক অঙ্গনে চলছে হিসাব-নিকাশ, আঁতাত ও নতুন কৌশলের খেলা। স্বাধীনতার পর থেকে ২০০১ সাল পর্যন্ত ফটিকছড়ি আসন থেকে বিএনপির টিকিটে নির্বাচিত হয়েছিলেন সীতাকুণ্ডের বাসিন্দা আবুল হাসনাত লুৎফুল কবির সিদ্দিকী (এল কে সিদ্দিকী)। এরপর ২০০৮ সালে রাউজানের বাসিন্দা সালাহউদ্দিন কাদের চৌধুরী এই আসনে বিজয়ী হন। কিন্তু ফটিকছড়ির স্থানীয় কোন নেতাকে কখনো বিএনপির প্রার্থী দিয়ে এই আসন থেকে সফল হতে দেখা যায়নি। এজন্যে স্থানীয়রা তাদের দলীয় কোন্দলকে দোষারোপ করেছে। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে এক সময়ে সন্ত্রাসের জনপদ হিসাবে পরিচিত ফটিকছড়ি ২ সর্ববৃহৎ সংসদীয় আসন। এশিয়া মহাদেশের বৃহত্তম ‘দাঁতমারা রাবার বাগান’ ও দেশের অন্যতম ১৮টি চা বাগান এ সংসদীয় আসনে অবস্থিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফটিকছড়ি ও ভূজপুর নিয়ে গঠিত চট্টগ্রাম -২ আসনে চলছে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা। এই আসনটি ফিরে পেয়ে হারানো দুর্গ ফের প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। কারণ এই আসনটি বিএনপির ‘ভোট ব্যাংক’ হিসেবে পরিচিত। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সংসদ-সদস্য পদে বিভিন্ন দলের আগ্রহী প্রার্থীরা মাঠে কাজ করছেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে এই আসন থেকে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এদের মধ্যে দলটির ফটিকছড়ি উপজেলার সাবেক সভাপতি আলহাজ্ব ছালাহউদ্দিন আলোচনায় রয়েছেন। কেন্দ্রে ক্লিন ইমেজের কারণে এ আসন থেকে তিনিই বিএনপির মনোনয়ন পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই আসন থেকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সরওয়ার আলমগীর, উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাংবাদিক কাদের গনি চৌধুরীও এ আসন থেকে মনোনয়ন চাইতে পারেন। এব্যাপারে মনোনয়ন আলহাজ্ব ছালাহউদ্দিন বলেন, আমি মনোনয়ন চাইব অবশ্যই। আমার নির্বাচনি এলাকার ভোটাররা আমাকে পছন্দ করেন তা আমি জানি। মনোনয়ন পেলে আশা করছি বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হব। জনগণের সেবা আরও বেশি করতে পারব। এই আসনে ১৯৯১ সালে আওয়ামী লীগ থেকে, আবার ২০১৪ ও ২০১৮ সালে জোটের প্রার্থী হিসাবে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী এমপি নির্বাচিত হন। এছাড়া ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের রফিকুল আনোয়ার (বর্তমানে প্রয়াত)। ২০০৮ সালে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সালাহউদ্দিন কাদের চৌধুরী। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি এমপি নির্বাচিত হন।
০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম: