০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় বেড়েছে শাক-সবজি ও কাঁচামরিচের দাম

  • আপডেট: ১২:৫০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • 18

সূর্যোদয় ডেস্ক : ঢাকায় বেড়েছে শাক-সবজি ও কাঁচামরিচের দাম। বেড়েছে মাছের দামও। বাজারে গিয়ে অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা। বেশির ভাগ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। খুচরা বাজারে কাঁচামরিচের কেজি ২৮০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিল ১২০-১৮০ টাকা। কারওয়ান বাজার, রামপুরা, শেওড়াপাড়া, মিরপুর-১ নম্বর, নিউমার্কেট, হাতিরপুল বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজির দাম এখন ৮০ টাকার নিচে পাওয়া দুষ্কর। চিচিঙা, ধুন্দল, ঢ্যাঁড়শ, পটোল, করলা, কাঁকরোল, বরবটি ও বেগুনের দাম ৮০ থেকে ১৪০ টাকা কেজি পর্যন্ত উঠেছে। গোল বেগুনের কেজি এখন ২০০ থেকে ২২০ টাকা, যা ব্রয়লার মুরগির দামের চেয়েও বেশি। সবজি ব্যবসায়ীরা বলছেন টানা বৃষ্টিতে সবজিত ক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঢাকায় আসতে পারছে না সবজির ট্রাক। এ কারণে সংকট আরও প্রকট হয়েছে। এদিকে আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এর প্রভাব পড়েছে বাজারে। বড় ইলিশের কেজি ৩০০ টাকা বেড়ে এখন দুই হাজার ৩০০ থেকে দুই হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ইলিশের দামও এক হাজার ৬০০ থেকে দুই হাজার টাকা কেজি। চাষের রুই, কাতলা, শিং, চিংড়ি, টেংরা, কৈ সব ধরনের মাছের দাম কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা, খাসি ১১০০ থেকে ১২০০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি হাঁস ৬০০ থেকে ৬৫০ টাকা, রাজহাঁস দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে।

সর্বাধিক পঠিত

ফটিকছড়িন ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকায় বেড়েছে শাক-সবজি ও কাঁচামরিচের দাম

আপডেট: ১২:৫০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

সূর্যোদয় ডেস্ক : ঢাকায় বেড়েছে শাক-সবজি ও কাঁচামরিচের দাম। বেড়েছে মাছের দামও। বাজারে গিয়ে অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা। বেশির ভাগ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। খুচরা বাজারে কাঁচামরিচের কেজি ২৮০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিল ১২০-১৮০ টাকা। কারওয়ান বাজার, রামপুরা, শেওড়াপাড়া, মিরপুর-১ নম্বর, নিউমার্কেট, হাতিরপুল বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজির দাম এখন ৮০ টাকার নিচে পাওয়া দুষ্কর। চিচিঙা, ধুন্দল, ঢ্যাঁড়শ, পটোল, করলা, কাঁকরোল, বরবটি ও বেগুনের দাম ৮০ থেকে ১৪০ টাকা কেজি পর্যন্ত উঠেছে। গোল বেগুনের কেজি এখন ২০০ থেকে ২২০ টাকা, যা ব্রয়লার মুরগির দামের চেয়েও বেশি। সবজি ব্যবসায়ীরা বলছেন টানা বৃষ্টিতে সবজিত ক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঢাকায় আসতে পারছে না সবজির ট্রাক। এ কারণে সংকট আরও প্রকট হয়েছে। এদিকে আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এর প্রভাব পড়েছে বাজারে। বড় ইলিশের কেজি ৩০০ টাকা বেড়ে এখন দুই হাজার ৩০০ থেকে দুই হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ইলিশের দামও এক হাজার ৬০০ থেকে দুই হাজার টাকা কেজি। চাষের রুই, কাতলা, শিং, চিংড়ি, টেংরা, কৈ সব ধরনের মাছের দাম কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা, খাসি ১১০০ থেকে ১২০০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি হাঁস ৬০০ থেকে ৬৫০ টাকা, রাজহাঁস দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে।