চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে মো. নুরুল আবছার। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মো. নাছির উদ্দিন নাছির নাছির কোম্পানী। গতকাল ১১ অক্টোবর শুক্রবার সকালে হেঁয়াকো ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেড এর অফিসে অনুষ্ঠিত হয় নির্বাচনের ভোটগ্রহণ। সভাপতি পদের জন্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে ছাতা প্রতীক নিয়ে ৯২ ভোট পেয়ে জয়লাভ করে নুরুল আবছার। সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে গোলাপ ফুল প্রতীক নিয়ে ১৭ ভোট পেয়ে জয়লাভ করে মো. নাছির উদ্দিন নাছির নাছির কোম্পানী। ইসমাইল হোসেন মিলন ১১২ ভোটে পেয়ে সহ সভাপতি পদে নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মো. সেলিম উদ্দিন। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে আইয়ুব আলী, আজিজুল হক, আব্দুল করিম,, মো. ইসমাইল, কৃষ্ণ কুমার দে, টিপু সুলতান, মো. রহিম, মো. সেলিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিটির সভাপতি মো. আব্দুল শহিদ ভূঁঞা বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এরপর ভোট গণনা শেষে সাড়ে ৪টার দিকে ফল ঘোষণা করা হয়েছে। সদস্যরা ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে তাদের নেতা নির্বাচন করেছে। ফল নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। সবকিছু সুন্দরভাবে হয়েছে। সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।
১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম: