Dhaka ০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

  • Reporter Name
  • Update Time : ০৭:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • 36

আনোয়ারের রহমান বাবুল, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. আকাশ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় আরও ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকার কাঠালি গ্রামের মানিক হোসেনের ছেলে। আহতরা হলেন- পারভিন আক্তার, মনির হোসেন ও মোসলেহ উদ্দিনসহ ৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আনন্দ পরিবহণের যাত্রীবাহী বাসটি নোয়াখালী থেকে লক্ষ্মীপুরের দিকে আসছিল। সিএনজি চালিত অটোরিকশাটি লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছি। ঘটনাস্থলে পৌঁছালে বাস ও সিএনজির মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি চালক ও ৫ যাত্রী আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নিলে আহতদের মধ্যে আকাশ নামে এক কিশোর মারা যায়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, আহত অবস্থায় হাসপাতালে ৬ জনকে আনা হয়েছে। এরমধ্যে একজন মারা গেছেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে একজন মারা গেছেন বলে শুনেছি।

Tag :
সর্বাধিক পঠিত

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে দিনদুপুরে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

Update Time : ০৭:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

আনোয়ারের রহমান বাবুল, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. আকাশ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় আরও ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকার কাঠালি গ্রামের মানিক হোসেনের ছেলে। আহতরা হলেন- পারভিন আক্তার, মনির হোসেন ও মোসলেহ উদ্দিনসহ ৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আনন্দ পরিবহণের যাত্রীবাহী বাসটি নোয়াখালী থেকে লক্ষ্মীপুরের দিকে আসছিল। সিএনজি চালিত অটোরিকশাটি লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছি। ঘটনাস্থলে পৌঁছালে বাস ও সিএনজির মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি চালক ও ৫ যাত্রী আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নিলে আহতদের মধ্যে আকাশ নামে এক কিশোর মারা যায়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, আহত অবস্থায় হাসপাতালে ৬ জনকে আনা হয়েছে। এরমধ্যে একজন মারা গেছেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে একজন মারা গেছেন বলে শুনেছি।