Dhaka ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ৭ দিন ধরে বন্যায় বিশুদ্ধ পানির সংকট চরমে

  • Reporter Name
  • Update Time : ০২:১৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • 66

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলায় গত ৭ দিন ধরে বন্যার পানিতে দুর্ভোগ পোহাচ্ছে প্রায় ১০ লক্ষাধিক মানুষ। সদর উপজেলার দিঘলী-মান্দারী এলাকা ঘুরে জানা গেছে এখানে প্রকটভাবে খাদ্য সংকট দেখা দিয়েছে। তবে বিশুদ্ধ পানির সংকটে বেশী ভুগছেন বন্যা কবলিত এলাকার মানুষ। গতকাল ২৯ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে বন্যার পানি কমতে শুরু করলেও দুর্বিষহ দিন কাটাচ্ছে বন্যার্তরা। লক্ষ্মীপুর পৌর এলাকার বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকাল থেকে পানি কমা শুরু হয়েছে ঠিকই, তবে ধীর গতিতে। আমার বাড়িতে এক দেড় ইঞ্চি পানি কমেছে। নিজ বাড়িতেই বন্দি হয়ে আছি ১৫ দিন। খাবার দাবারের সীমাহীন সংকটে যাচ্ছে দিন। সবচেয়ে বেশি সংকটে আছি খাবার পানি নিয়ে। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান বলেন, সদর উপজেলার বিভিন্ন এলাকা বন্যার পানিতে ভাসছে। তবে পানি কমতে শুরু করেছে। রায়পুর ও রামগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্যভাবে পানি কমেছে। নদীতে ভাটা পড়লেই দ্রুত পানি নিষ্কাশনের জন্য মজুচৌধুরীর হাট এলাকার দুটি স্লুইচ গেইটের কপাটগুলো খুলে দেওয়া হয়। গেইটগুলো আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। বেসরকারি বিভিন্ন সংস্থারের তথ্যমতে, প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। এরমধ্যে ৩০ হাজার মানুষ আশ্রয়ণ কেন্দ্রে রয়েছে। অন্যান্যদের মধ্যে অনেকেই আত্মীয় স্বজনদের বাড়িতে ঠাঁই নিয়েছেন। তবে সর্বাধিক মানুষ কষ্ট করে বাড়িতেই অবস্থান করছেন। তবে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, লক্ষ্মীপুরে প্রায় সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। প্রায় ৩০ হাজার মানুষ আশ্রয়ণকেন্দ্রে আশ্রয় নিয়েছে।

Tag :

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে দিনদুপুরে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে ৭ দিন ধরে বন্যায় বিশুদ্ধ পানির সংকট চরমে

Update Time : ০২:১৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলায় গত ৭ দিন ধরে বন্যার পানিতে দুর্ভোগ পোহাচ্ছে প্রায় ১০ লক্ষাধিক মানুষ। সদর উপজেলার দিঘলী-মান্দারী এলাকা ঘুরে জানা গেছে এখানে প্রকটভাবে খাদ্য সংকট দেখা দিয়েছে। তবে বিশুদ্ধ পানির সংকটে বেশী ভুগছেন বন্যা কবলিত এলাকার মানুষ। গতকাল ২৯ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে বন্যার পানি কমতে শুরু করলেও দুর্বিষহ দিন কাটাচ্ছে বন্যার্তরা। লক্ষ্মীপুর পৌর এলাকার বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকাল থেকে পানি কমা শুরু হয়েছে ঠিকই, তবে ধীর গতিতে। আমার বাড়িতে এক দেড় ইঞ্চি পানি কমেছে। নিজ বাড়িতেই বন্দি হয়ে আছি ১৫ দিন। খাবার দাবারের সীমাহীন সংকটে যাচ্ছে দিন। সবচেয়ে বেশি সংকটে আছি খাবার পানি নিয়ে। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান বলেন, সদর উপজেলার বিভিন্ন এলাকা বন্যার পানিতে ভাসছে। তবে পানি কমতে শুরু করেছে। রায়পুর ও রামগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্যভাবে পানি কমেছে। নদীতে ভাটা পড়লেই দ্রুত পানি নিষ্কাশনের জন্য মজুচৌধুরীর হাট এলাকার দুটি স্লুইচ গেইটের কপাটগুলো খুলে দেওয়া হয়। গেইটগুলো আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। বেসরকারি বিভিন্ন সংস্থারের তথ্যমতে, প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। এরমধ্যে ৩০ হাজার মানুষ আশ্রয়ণ কেন্দ্রে রয়েছে। অন্যান্যদের মধ্যে অনেকেই আত্মীয় স্বজনদের বাড়িতে ঠাঁই নিয়েছেন। তবে সর্বাধিক মানুষ কষ্ট করে বাড়িতেই অবস্থান করছেন। তবে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, লক্ষ্মীপুরে প্রায় সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। প্রায় ৩০ হাজার মানুষ আশ্রয়ণকেন্দ্রে আশ্রয় নিয়েছে।