Dhaka ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পটিয়ায় মসজিদে আধিপত্য বিস্তারে বারবার সংঘর্ষ গোলাগুলি

  • Reporter Name
  • Update Time : ০২:১৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • 49

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের পটিয়ার শোভনদন্ডী ইউনিয়নের আলোচিত হিলচিয়া কাজীর জামে মসজিদ পরিচালনা কমিটির নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে গুলি, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনায় পাল্টা পাল্টি মামলা দায়ের হয়েছে পটিয়া থানায়। একটি পক্ষ করেছে ২১ জনের নামে। আরেকটি পক্ষ করেছেন ২২ জনের নামে মামলা। পাল্টাপাল্টি হামলা-মামলা নিয়ে বিপাকে পড়েছে খোদ পুলিশও।

জানা গেছে, এ বিরোধ নিয়ে প্রায় সময় মারামারি সংঘর্ষের ঘটনা লেগেই আছে। একটি মসজিদ নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা হামলা-মামলা নিয়ে সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে। প্রতিনিয়ত হামলা মামলা লেগে থাকার কারণে মসজিদটিতে দিন দিন মুসল্লীর সংখ্যা তুলনামূলক কমে যাচ্ছে।

সুত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার হাতিয়ারঘোনা হিলচিয়া কাজীর জামে মসজিদের কমিটি নিয়ে তিনটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। জানা যায়, হাতিয়ারঘোনা হিলচিয়া কাজীর জামে মসজিদের কমিটি নিয়ে তিন পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব লেগে আছে। এ মসজিদটির একটি পক্ষের সভাপতি নুরুল হাকিম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহেদ, অপর একটি পক্ষের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আবসার এবং আরেকটি পক্ষের সভাপতি নুরুল ইসলাম বান্টু ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ। এ তিনটি পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে অসংখ্যবার মারামারির ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় অন্তত তিনটি পক্ষের মধ্যে ২৫-৩০টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে আদালতে।

এসব মামলা বর্তমানে চলমান রয়েছে। তবে গত দুই মাস ধরে তিনটি পক্ষের মধ্যে সহিংসতা বেড়ে গেছে।

Tag :

পটিয়ায় মসজিদে আধিপত্য বিস্তারে বারবার সংঘর্ষ গোলাগুলি

Update Time : ০২:১৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের পটিয়ার শোভনদন্ডী ইউনিয়নের আলোচিত হিলচিয়া কাজীর জামে মসজিদ পরিচালনা কমিটির নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে গুলি, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনায় পাল্টা পাল্টি মামলা দায়ের হয়েছে পটিয়া থানায়। একটি পক্ষ করেছে ২১ জনের নামে। আরেকটি পক্ষ করেছেন ২২ জনের নামে মামলা। পাল্টাপাল্টি হামলা-মামলা নিয়ে বিপাকে পড়েছে খোদ পুলিশও।

জানা গেছে, এ বিরোধ নিয়ে প্রায় সময় মারামারি সংঘর্ষের ঘটনা লেগেই আছে। একটি মসজিদ নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা হামলা-মামলা নিয়ে সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে। প্রতিনিয়ত হামলা মামলা লেগে থাকার কারণে মসজিদটিতে দিন দিন মুসল্লীর সংখ্যা তুলনামূলক কমে যাচ্ছে।

সুত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার হাতিয়ারঘোনা হিলচিয়া কাজীর জামে মসজিদের কমিটি নিয়ে তিনটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। জানা যায়, হাতিয়ারঘোনা হিলচিয়া কাজীর জামে মসজিদের কমিটি নিয়ে তিন পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব লেগে আছে। এ মসজিদটির একটি পক্ষের সভাপতি নুরুল হাকিম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহেদ, অপর একটি পক্ষের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আবসার এবং আরেকটি পক্ষের সভাপতি নুরুল ইসলাম বান্টু ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ। এ তিনটি পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে অসংখ্যবার মারামারির ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় অন্তত তিনটি পক্ষের মধ্যে ২৫-৩০টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে আদালতে।

এসব মামলা বর্তমানে চলমান রয়েছে। তবে গত দুই মাস ধরে তিনটি পক্ষের মধ্যে সহিংসতা বেড়ে গেছে।