চট্টগ্রাম ব্যুরো : পটিয়া চক্রশালা যুব নিশান ক্লাব আয়োজিত নিশান কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গত ১৫ জুলাই শনিবার চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মোহামেডান ফাহিমের একমাত্র গোলে চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের ফাহিম ম্যান অব দ্যা ফাইনাল আর বিজিত দলের গোলকিপার আনিসুর রহমান জিকু সেরা গোলরক্ষক এবং একই দলের মোজাম্মেল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি তুলে দেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।
চট্টগ্রাম মহানগর পিপি এডভোকেট মো. আবদুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, নাছির উদ্দিন ও রাশেদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকম সামশুজ্জামান, পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালেক, খরনা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, কচুয়াই ইউপি চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম, শহীদুল আলী মঞ্জু, মিজানুর রহমান, হাবিবুল হক চৌধুরী, হাসানুল্লাহ চৌধুরী, ক্লাব কর্মকর্তা মফিজুর রহমান, মো. ইসহাক, মো. ইছহাক মেম্বার, এখলাছুর রহমান, খায়রুল বশর, মো. ইছহাক, দেলোয়ার হোসেন, হাবিবুল বাশার বাবুল, অঞ্জন রুদ্র, হাজী আবদুল খালেক, আবু ইউসুফ, মাস্টার জাফর আহমদ, মো. হাশেম মেম্বার, মো. এয়াকুব, এড্ অঞ্জন বিশ্বাস, এড নাজিম উদ্দীন, এড শহীদুল ইসলাম সুমন, দেবাশীষ চৌধুরী শিমুল, মামুনুর রশীদ, সরোয়ার উদ্দিন, আবুল মনজুর, কামাল উদ্দীন পারভেজ, মাইমুন চৌধুরী, আরিফুর রহমান তারেক, কানুন উদ্দিন, শাহনেওয়াজ খান ও মাহামুদুল হক প্রমুখ।