চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ষোলশহরে অবস্থিত বাংলাদেশ বন গবেষনাগার ইনষ্ঠিটিউটের (বিএফআরআই) সরকারী বাসা মেরামত না করে লাখ লাখ টাকা হাতিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা নাদিম সরওয়ার। ষোলশহরে অবস্থিত বাংলাদেশ বন গবেষনাগার ইনষ্ঠিটিউটের সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক ভবনের মেরামতের জন্য বরাদ্দকৃত অর্থ দিয়ে সঠিকভাবে কাজ না করে সামান্য রং চং করে, এক দুই বস্তা সিমেন্ট দিয়ে সংস্কার দেখিয়ে সিংহভাগ টাকা ভাগ বাটোয়ারা করার অভিযোগ উঠেছে বাংলাদেশ বন গবেষনাগার ইনষ্ঠিটিউটের নির্বাহী কর্মকর্তা নাদিম সরওয়ার এর বিরুদ্ধে।
এব্যাপারে বন গবেষনাগার ইনষ্ঠিটিউটের কর্মকর্তারা তদন্ত করে প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা নাদিম সরওয়ার এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন। বন গবেষনাগার ইনষ্ঠিটিউটের নির্বাহী কর্মকর্তা নাদিম সরওয়ারের বিরুদ্ধে স্বজনপ্রীতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অনেক অভিযোগ মন্ত্রণালয় ও দুদক কার্যালয়ে পাঠানো হয়েছে। চলছে তার বিরুদ্ধে তদন্ত। অভিযোগে বলা হয়, সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছামত সরকারী টাকা নয়ছয় করেছে।
জানা গেছে, নামে বে-নামে প্রকল্প দেখিয়ে ভুয়া ভাউচারে সরকারি অর্থ আত্মসাৎ করছেন। এ ব্যাপারে বন গবেষনাগার ইনষ্ঠিটিউটের কর্মকর্তারা নাদিম সরওয়ারের দুর্নীতি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
মতামত জানতে বন গবেষনাগার ইনষ্ঠিটিউটের নির্বাহী কর্মকর্তা নাদিম সরওয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।