সুব্রত শুভ্র : চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনকে ঘিরে উৎসবের আমেজে মেতেছে চট্টগ্রাম নগরী। প্রতিটি ওয়ার্ডে, চায়ের দোকানে, অলিতে-গলিতে জমে উঠেছে নির্বাচন নিয়ে আলোচনা। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপনির্বাচনে ২৮ জনকে টপকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সংসদ নির্বাচনের জন্য নতুন মুখ নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু।
ছাত্র রাজনীতির মাধ্যমেই মূলত তার উত্থান। চট্টগ্রামে রয়েছে তার বিশাল কর্মী বাহিনী। চট্টগ্রামের আওয়ামী লীগের রাজনীতির জন্য আলোচিত মহিউদ্দিন বাচ্চু। জানা গেছে, ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে মহিউদ্দিন বাচ্চুকে মনোনয়ন দেওয়ায় চট্টগ্রামের আওয়ামী রাজনীনিতে চলছে উৎসবের আমেজ।
সূত্র জানায়, মহিউদ্দিন বাচ্চু নগর যুবলীগের সাবেক আহ্বায়ক। গত বছর সম্মেলনের মধ্য দিয়ে তিনি যুবলীগ থেকে বিদায় নেন। এরপর তিনি নগর আওয়ামী লীগের সদস্যপদ গ্রহণ করেন। ছাত্রজীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতি করে আসছেন।
১৯৯১ এবং ২০০১ মেয়াদে আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন মহিউদ্দিন বাচ্চু ছিলেন সক্রিয়। নগর যুবলীগের আহ্বায়ক এর হিসাবে দায়িত্ব পাওয়ার পর মহিউদ্দিন বাচ্চু মাঠের কর্মী হিসাবে পরিচিত হয়ে ওঠেন। রাজনীতির দীর্ঘ ক্যারিয়ার থাকলেও তার বিরুদ্ধে বর্তমান ও অতীতে কোনো মামলা নেই। সূত্র আরও জানায়, মাঠে কাজ করার সুবাদে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর আস্থাভাজন ছিলেন মহিউদ্দিন বাচ্চু। তরুণ রাজনীতিবিদ, শিক্ষিত, মেধাবী ও যোগ্য মহিউদ্দিন বাচ্চুকে মনোনয়ন দেয়ায় চট্টগ্রামের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসতে শুরু করেছে। চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে মহিউদ্দিন বাচ্চুকে মনোনয়ন দেয়ায়
আমেজে মেতেছে চট্টগ্রামবাসী। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম ১০ আসন গঠিত। এ আসনে সর্বশেষ তিনবারের সংসদ সদস্য ছিলেন ডা. আফছারুল আমীন। গত ২ জুন তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৩০ জুলাই এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ করা হবে ইভিএমে।