চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম ১০ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাচ্চু গত ৪ জুলাই চট্টগ্রাম জেলা রিটার্ননিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করার পর আজ ৫ জুলাই বুধবার তাকে ফুলেল শুভেচ্ছা জানান সাবেক কেন্দ্রীয় যুবলীগনেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
এ সময় চট্টগ্রাম ১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, এলাকাবাসী যদি আমাকে নির্বাচিত করেন তাহলে এ বিজয় আমার হবেনা, এবিজয় হবে মাননীয় জননেত্রী শেখ হাসিনার। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, নগর যুবলীগ খোকন চন্দ্র তাঁতী, সনত বড়–য়া, নুরুল আলম মিয়া, মনোয়ার উল আলম চৌধুরী নোবেল প্রমুখ।