সূর্যোদয় প্রতিবেদক : সংসদ সদস্য ডা. আফছারুল আমিনের মৃত্যুতে শুন্য হওয়া চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের উপ-নির্বাচনে নৌকার টিকিট পেয়েছেন নগর যুবলীগের সাবেক আহবায়ক ও আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন বাচ্চু।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ৩ জুলাই সোমবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দেন। চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের (ডবলমুরিং-হালিশহর-খুলশী) উপ-নির্বাচন আগামী ৩০ জুলাই। এই আসনের উপ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আওয়ামীলীগের ২৯জন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
তার মধ্যে নৌকার টিকিট পেয়েছেন নগর যুবলীগের সাবেক আহবায়ক ও আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন বাচ্চু। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ সংসদীয় আসন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল ৪ জুলাই মঙ্গলবার, মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত আপিল করা যাবে, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। নির্বাচনে ইভিএমের মাধ্যমে সব কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। ভোটকেন্দ্রে বসানো হবে সিসিটিভি ক্যামেরা।