Dhaka ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে জসিম চৌধূরীর কুরআন প্রতিযোগিতা

  • Reporter Name
  • Update Time : ০১:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
  • 29

সূর্যোদয় প্রতিবেদক : চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ার শিক্ষার্থীদের জন্য জলিল-জাহান ফাউন্ডেশন এর উদ্যাগে পূর্ণাঙ্গ ৩০ পারা ও ১৫ পারার হিফজুল কুরআন প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন এর তারিখ ঘোষণার পর থেকে লোহাগাড়াসহ সারা চট্টগ্রামের সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। ২টি পৃথক বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি আয়োজন করতে যাচ্ছেন জলিল-জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ উপ কমিটির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন চৌধূরী।

জলিল-জাহান ফাউন্ডেশন হিফজুল কুরআন প্রতিযোগিতারব তারিখ ঘোষণার পর থেকে অংশ গ্রহণকারীদের মাঝে ব্যাপকভাবে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে প্রথমবারের আয়োজন হতে যাওয়া হিফজুল কোরআন প্রতিযোগিতায় ছয়জনকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। একই সঙ্গে ছয়জন বিজয়ীর পিতামাতাকে নেওয়া হবে ওমরাহ হজে।

জানা গেছে, গত ৮ মে ২০২৩ হতে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। এটি আগামী ৬ জুলাই পর্যন্ত চলবে। এরপর আগামী ৮ জুলাই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পূর্ণাঙ্গ ৩০ পারা ও ১৫ পারার ২টি পৃথক বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৩০ পারা বিভাগে ১ম পুরস্কার ১ লাখ ১ টাকা, ২য় পুরস্কার ৫০ হাজার ১ টাকা, ৩য় পুরস্কার ২৫ হাজার ১ টাকা এবং ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের প্রত্যেকের জন্য থাকবে ১০ হাজার ১ টাকা পুরস্কার। অনুরূপভাবে ১৫ পারা বিভাগে ১ম পুরস্কার ৫০ হাজার ১ টাকা, ২য় পুরস্কার ২৫ হাজার ১ টাকা এবং ৩য় পুরস্কার ১৫ হাজার ১ টাকা এবং ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের প্রত্যেকের জন্য থাকবে ৫ হাজার ১ টাকা পুরস্কার। এছাড়াও উভয় বিভাগের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী অর্থাৎ মোট ৬ জনের পিতাদের জন্য থাকবে পবিত্র (ওমরাহ) হজ পালনের সুবর্ণ সুযোগ, যার পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় খরচাদি জলিল-জাহান ফাউন্ডেশন বহন করবে।

আয়োজকরা জানান, ৩০ পারা বিভাগে অনুর্ধ্ব ১৬ বছর ও ১৫ পারা বিভাগে অনুর্ধ্ব ১৪ বছরের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতাটি প্রাথমিক পর্যায়ে সাতকানিয়ার কেরানীহাটস্থ সী-ওয়ার্ল্ড রিসোর্টে ১৭, ১৮ ও ১৯ জুলাই ৩ দিন ব্যাপী মোট ৪টি রাউন্ডে অনুষ্ঠিত হবে।

Tag :
সর্বাধিক পঠিত

গত ১৬ বছরে সব রকমভাবে আমাদের নির্যাতন করা হয়েছে: মির্জা ফখরুল

ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে জসিম চৌধূরীর কুরআন প্রতিযোগিতা

Update Time : ০১:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩

সূর্যোদয় প্রতিবেদক : চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ার শিক্ষার্থীদের জন্য জলিল-জাহান ফাউন্ডেশন এর উদ্যাগে পূর্ণাঙ্গ ৩০ পারা ও ১৫ পারার হিফজুল কুরআন প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন এর তারিখ ঘোষণার পর থেকে লোহাগাড়াসহ সারা চট্টগ্রামের সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। ২টি পৃথক বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি আয়োজন করতে যাচ্ছেন জলিল-জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ উপ কমিটির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন চৌধূরী।

জলিল-জাহান ফাউন্ডেশন হিফজুল কুরআন প্রতিযোগিতারব তারিখ ঘোষণার পর থেকে অংশ গ্রহণকারীদের মাঝে ব্যাপকভাবে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে প্রথমবারের আয়োজন হতে যাওয়া হিফজুল কোরআন প্রতিযোগিতায় ছয়জনকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। একই সঙ্গে ছয়জন বিজয়ীর পিতামাতাকে নেওয়া হবে ওমরাহ হজে।

জানা গেছে, গত ৮ মে ২০২৩ হতে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। এটি আগামী ৬ জুলাই পর্যন্ত চলবে। এরপর আগামী ৮ জুলাই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পূর্ণাঙ্গ ৩০ পারা ও ১৫ পারার ২টি পৃথক বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৩০ পারা বিভাগে ১ম পুরস্কার ১ লাখ ১ টাকা, ২য় পুরস্কার ৫০ হাজার ১ টাকা, ৩য় পুরস্কার ২৫ হাজার ১ টাকা এবং ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের প্রত্যেকের জন্য থাকবে ১০ হাজার ১ টাকা পুরস্কার। অনুরূপভাবে ১৫ পারা বিভাগে ১ম পুরস্কার ৫০ হাজার ১ টাকা, ২য় পুরস্কার ২৫ হাজার ১ টাকা এবং ৩য় পুরস্কার ১৫ হাজার ১ টাকা এবং ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের প্রত্যেকের জন্য থাকবে ৫ হাজার ১ টাকা পুরস্কার। এছাড়াও উভয় বিভাগের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী অর্থাৎ মোট ৬ জনের পিতাদের জন্য থাকবে পবিত্র (ওমরাহ) হজ পালনের সুবর্ণ সুযোগ, যার পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় খরচাদি জলিল-জাহান ফাউন্ডেশন বহন করবে।

আয়োজকরা জানান, ৩০ পারা বিভাগে অনুর্ধ্ব ১৬ বছর ও ১৫ পারা বিভাগে অনুর্ধ্ব ১৪ বছরের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতাটি প্রাথমিক পর্যায়ে সাতকানিয়ার কেরানীহাটস্থ সী-ওয়ার্ল্ড রিসোর্টে ১৭, ১৮ ও ১৯ জুলাই ৩ দিন ব্যাপী মোট ৪টি রাউন্ডে অনুষ্ঠিত হবে।