আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৩ জুন শুক্রবার সকালে এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, কেক কাটা, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফরুজা বারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আশেকুজ্জামান প্রামানিক প্রমূখ। কর্মসূচি সমূহে উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলী, স্বেচ্ছাসেবলীগ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।