চট্টগ্রাম ব্যুরো : আলোচিত দাতঁমারা ইউপির বালুটিলা এলাকায় চাঞ্চল্যকর প্রবাসী মাসুদ মির্জা হত্যা মামলার ৩ নং আসামী দাতঁমারা ইউনিয়ন যুবলীগের সভাপতি আকতার হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক আজিজ আহমেদ ভূইয়া আজ ১১ জুন রবিবার আসামীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
এর আগে আসামী আকতার এ মামলায় জামিন আবেদন করে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করেন।উল্লেখ্য, গত ২৫ মার্চ রাতে বালুটিলা বাজারে প্রকাশ্যে চুরিকাঘাত করে হত্যা করা হয় প্রবাসী ফেরত যুবক স্থানীয় আওয়ামীলীগ কর্মী মাসুদ মির্জাকে।
এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে ভূজপুর থানায় হত্যা মা’মলা দায়ের করে নিহতের ভাই মাহফুজুর রহমান বাবু। মামলাটি আদালতের নির্দেশে তদন্ত করছে তদন্ত পিবিআই।