চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের এর সাথে সৌজন্যে সাক্ষাত করেছেন ২ নং দাঁতমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ এর নেতৃবৃন্দরা। গত ৯ জুন শুক্রবার ফটিকছড়িস্থ বাসভবনে সৈয়দ মোহাম্মদ বাকেরের সাথে ফটিকছড়ি উপজেলার ২ নং দাঁতমারা ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।
সৌজন্য সাক্ষাতকালে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের বলেন, আওয়ামী লীগ সরকারের হাতকে শক্তিশালী করতে এবং বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আপনারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন। আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নিরলস ভাবে পরিশ্রম করবেন। ফটিকছড়ির মাটি আওয়ামী লীগের ঘাঁটি। আমাকে সবসময় আপনারা কাছে পাবেন।
এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ছিদ্দিকি, ভুজপুর আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান, ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সদস্য ইসমাইল মজুমদার, মোফাচ্ছের হোসেন, দাঁতমারা ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবু মুছা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সহ স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।