০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষীপুরে ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট: ১০:৪৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • 3268

লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুরে ছাত্রলীগ নেতা মেহেদী হাছান জসিমকে হত্যার দায়ে আট জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৯ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনা ফারহিন এ রায় দেন।

গত ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারী রাতে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক মেহেদী হাছান জসিমকে হত্যা করা হয়। জানা গেছে, রায়ের সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিল। তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত অপর আসামি হিজবুর রহমান স্বপন পলাতক রয়েছে।

লক্ষীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, এ মামলায় ১২ আসামির বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। তাদের মধ্যে চার জন মারা গেছেন। অন্য আট আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন– সদর উপজেলারদত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাগবাড়ির মৃত ওবায়েদ উল্লার ছেলে মোবারক উল্লা (৬৬), আলী হোসেন বাচ্চু (৫০), হিজবুর রহমান স্বপন (৪৫), মোবারকের ছেলে কবির হোসেন রিপন (৩০), একই বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে মো. খোকন (৫০), মো. মোস্তফা (৭০), আবুল হোসেন (৫০) এবং করইতোলা গ্রামের বাগবাড়ির আবদুল্লা মাস্টারের ছেলে জাফর আহমদ (৫৫)।

ভিকটিম জসিম চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মফিজ উল্লার ছেলে।

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম কারাগারে স্বেচ্ছাসেবক লীগে নেতার মৃত্যু

লক্ষীপুরে ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

আপডেট: ১০:৪৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩

লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুরে ছাত্রলীগ নেতা মেহেদী হাছান জসিমকে হত্যার দায়ে আট জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৯ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনা ফারহিন এ রায় দেন।

গত ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারী রাতে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক মেহেদী হাছান জসিমকে হত্যা করা হয়। জানা গেছে, রায়ের সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিল। তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত অপর আসামি হিজবুর রহমান স্বপন পলাতক রয়েছে।

লক্ষীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, এ মামলায় ১২ আসামির বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। তাদের মধ্যে চার জন মারা গেছেন। অন্য আট আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন– সদর উপজেলারদত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাগবাড়ির মৃত ওবায়েদ উল্লার ছেলে মোবারক উল্লা (৬৬), আলী হোসেন বাচ্চু (৫০), হিজবুর রহমান স্বপন (৪৫), মোবারকের ছেলে কবির হোসেন রিপন (৩০), একই বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে মো. খোকন (৫০), মো. মোস্তফা (৭০), আবুল হোসেন (৫০) এবং করইতোলা গ্রামের বাগবাড়ির আবদুল্লা মাস্টারের ছেলে জাফর আহমদ (৫৫)।

ভিকটিম জসিম চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মফিজ উল্লার ছেলে।