রংপুর প্রতিনিধি: রংপুর পঞ্চগড়ের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় চোর সন্দেহে আব্দুস সালাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করে ভারতীয়রা। দীর্ঘ ৯ মাস পর ২০ মে শনিবার সন্ধ্যায় মরদেহ ফেরত দেয় ভারতীয় পুলিশ।
এদিকে আব্দুস সালামের মরদেহ দেশে ফিরিয়ে আনার পর বাড়িতে উৎসুক জনতা ও স্বজনদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে দীর্ঘ সময় ধরে মরদেহটি আটকে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এর আগে ২০ মে শনিবার সন্ধ্যা ৬টার দিকে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা-ফুলবাড়ী সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহটি দেশে আনা হয়।
প্রথমে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ মরদেহটি গ্রহণ করে আইনি প্রক্রিয়া ও সকল ইমিগ্রেশন ব্যবস্থা সম্পন্ন করে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ওই রাতেই পুলিশের কাছ থেকে মরদেহ গ্রহণ করে পরিবারের সদস্যরা।
জানা যায়, আজ ২১ মে রোববার সকালে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে আব্দুস সালামের মরদেহ দাফন করা হবে।