সূর্যোদয় প্রতিবেদক : ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় চট্টগ্রামের দ্বীপ উপজেলায় সন্দ্বীপ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। ১৬২টি আশ্রয়কেন্দ্রে ২৯ হাজার ৮৮৫ জন অবস্থান করছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার।
১৪ মে রোববার সকালে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খ্রীসা এসব তথ্য নিশ্চিত করে বলেন, সন্দ্বীপ ঘূর্ণিঝড় মোখা’র ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। মানুষের পাশাপাশি গবাদিপশুদেরকে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেওয়া হয়েছে।