Dhaka ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

  • Reporter Name
  • Update Time : ০৯:০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • 3046

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাপক নিরাপত্তার ভেতরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে পৌঁছেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে তিনি আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন আবেদন করবেন। কড়া নিরাপত্তার মধ্যে শুক্রবার বেলা সাড়ে ১১টার পর ইমরান ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান। টেলিভিশনে প্রচারিত ফুটেজে পুলিশ ও রেঞ্জার্স কর্মকর্তাদের আদালত প্রাঙ্গণের বাইরে মোতায়েন থাকতে দেখা গেছে এবং আদালতের গেটের সামনে কাঁটাতারের বেড়া দেখা গেছে।
হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তার গ্রেপ্তারকে সুপ্রিম কোর্ট অবৈধ এবং বে আইনি বলে ঘোষণা করার একদিন পরে জামিন পেতে আবারও আদালতে পৌঁছেছেন তিনি। শুক্রবার ১২ মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন।

এদিন বেলা সাড়ে ১১টার পর আদালতে হাজির হওয়ার পরপরই ইমরানকে তার বায়োমেট্রিক্সের জন্য নিয়ে যাওয়া হয়। বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রীর জামিন আবেদনের শুনানি করবেন। এদিকে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর শুনানিকে ঘিরে শুক্রবার ইমরান খানের সমর্থকরা রাজধানীতে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছে। আর তাদের রুখতে পাকিস্তান পুলিশ রাজধানীতে জরুরি আদেশ জারি করেছে।
দুর্নীতির মামলায় গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। তার সেই গ্রেপ্তার পারমাণবিক অস্ত্রধারী এই দেশে মারাত্মক অস্থিরতা সৃষ্টি করে এবং এরই একপর্যায়ে বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেপ্তারকে অবৈধ এবং বে আইনি বলে রায় দেয়।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলেছে, শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) শুনানির সময় সারা দেশ থেকে হাজার হাজার শান্তিপ্রিয় পাকিস্তানি তাদের নেতার সাথে সংহতি জানিয়ে ইসলামাবাদে জড়ো হবে।

Tag :
সর্বাধিক পঠিত

ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

Update Time : ০৯:০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাপক নিরাপত্তার ভেতরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে পৌঁছেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে তিনি আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন আবেদন করবেন। কড়া নিরাপত্তার মধ্যে শুক্রবার বেলা সাড়ে ১১টার পর ইমরান ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান। টেলিভিশনে প্রচারিত ফুটেজে পুলিশ ও রেঞ্জার্স কর্মকর্তাদের আদালত প্রাঙ্গণের বাইরে মোতায়েন থাকতে দেখা গেছে এবং আদালতের গেটের সামনে কাঁটাতারের বেড়া দেখা গেছে।
হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তার গ্রেপ্তারকে সুপ্রিম কোর্ট অবৈধ এবং বে আইনি বলে ঘোষণা করার একদিন পরে জামিন পেতে আবারও আদালতে পৌঁছেছেন তিনি। শুক্রবার ১২ মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন।

এদিন বেলা সাড়ে ১১টার পর আদালতে হাজির হওয়ার পরপরই ইমরানকে তার বায়োমেট্রিক্সের জন্য নিয়ে যাওয়া হয়। বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রীর জামিন আবেদনের শুনানি করবেন। এদিকে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর শুনানিকে ঘিরে শুক্রবার ইমরান খানের সমর্থকরা রাজধানীতে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছে। আর তাদের রুখতে পাকিস্তান পুলিশ রাজধানীতে জরুরি আদেশ জারি করেছে।
দুর্নীতির মামলায় গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। তার সেই গ্রেপ্তার পারমাণবিক অস্ত্রধারী এই দেশে মারাত্মক অস্থিরতা সৃষ্টি করে এবং এরই একপর্যায়ে বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেপ্তারকে অবৈধ এবং বে আইনি বলে রায় দেয়।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলেছে, শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) শুনানির সময় সারা দেশ থেকে হাজার হাজার শান্তিপ্রিয় পাকিস্তানি তাদের নেতার সাথে সংহতি জানিয়ে ইসলামাবাদে জড়ো হবে।