Dhaka ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে নির্যাতনের অভিযোগে রিক্রুটিং এজেন্সি স্টার লাইনের মালিক গ্রেফতার

সূর্যোদয় প্রতিবেদক : ভাগ্য বদলের আশায় সৌদি আরবে গিয়েছিলেন ৩০ বছর বয়সী মহিলা। তবে ভাগ্য বদলায়নি তার, বরং সেখানকার গৃহকর্তার যৌন, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। টেলিফোনে এ তথ্য জানান তিনি স্বামীকে। স্ত্রীর কাছে জানার পর স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন স্বামী সোলায়মান মিয়া। এজেন্সি স্টার লাইন এসোসিয়েট ফিরিয়ে আনতে ৪ লাখ টাকা দাবি করে। কোনও উপায় খুঁজে না পেয়ে বিমানবন্দর আর্মড পুলিশের কাছে অভিযোগ দেন স্বামী সোলায়মান মিয়া। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল ৮ মে সোমবার রিক্রুটিং এজেন্সিটির মালিকসহ দুই জনকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। জানা গেছে, বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমানের নেতৃত্বে একটি সোমবার বিকালে রাজধানীর পল্টনে রিক্রুটিং এজেন্সি স্টার লাইন এসোসিয়েটের অফিসে অভিযান চালায়। ভুক্তভোগী মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে স্টার লাইন এসোসিয়েটের মালিক ফিরোজ মো. মানসুরুল হক (৬০) এবং মো. রাজনকে (৩০) আটক করা হয়। তাদের আটক করে পল্টন থানায় হস্তান্তর করা হয়। ভুক্তভোগীর স্বামী সোলায়মান মিয়া বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ আইনে পল্টন মামলা করেন। মামলা নম্বর- ১৮/ ০৮-০৫-২০২৩। সোলায়মান মিয়া জানান, নির্যাতনের শিকার হয়ে সৌদিতে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনতে না পারলে সে আরও অসুস্থ হয়ে পড়বে। সোলায়মান মিয়া বলেন, আমার স্ত্রীর কথা শুনে আমি রাজধানীর পল্টনে রিক্রুটিং এজেন্সি স্টার লাইন এসোসিয়েটের অফিসে গিয়েছি। কিন্তু তারা আমার কথা শুনতে চায় না। পরবর্তী সময়ে তাদের অনেক অনুরোধ করলে তারা আমার স্ত্রীকে দেশে ফেরত আনার বাবদ ৪ লাখ টাকা দাবি করে। সোলায়মান মিয়া জানুয়ারি মাসে রিক্রুটিং এজেন্সি স্টার লাইন এসোসিয়েট অফিসে এসে সৌদি যাওয়ার বিষয়ে কথা বলতে আসেন। মাসে ১ হাজার রিয়াল বেতন সৌদিতে চাকরি দেওয়ার কথা বলে এই এজেন্সি। পরবর্তী সময়ে এই এজেন্সি ২ ফেব্রুয়ারী সৌদি আরবে পাঠায়। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কোনও প্রকার প্রশিক্ষণ ও ছাড়পত্র (স্মার্ট কার্ড) ছাড়াই এয়ারপোর্ট কন্ট্রাক করে সৌদি পাঠায় এই এজেন্সি। সেখানে যাওয়ার পর থেকেই সেখানকার গৃহকর্তা প্রতিনিয়ত যৌন, শারীরিক ও মানসিক নির্যাতন করছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, সৌদি আরবে গৃহকর্মী পাঠিয়ে নির্যাতনের অভিযোগে রিক্রুটিং এজেন্সি স্টার লাইন এসোসিয়েটের মালিকসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

ঢাকা টু আগরতলা লংমার্চের ঘোষণা বিএনপির ৩ অঙ্গ-সহযোগী সংগঠন

সৌদিতে নির্যাতনের অভিযোগে রিক্রুটিং এজেন্সি স্টার লাইনের মালিক গ্রেফতার

Update Time : ০৭:১৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩

সূর্যোদয় প্রতিবেদক : ভাগ্য বদলের আশায় সৌদি আরবে গিয়েছিলেন ৩০ বছর বয়সী মহিলা। তবে ভাগ্য বদলায়নি তার, বরং সেখানকার গৃহকর্তার যৌন, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। টেলিফোনে এ তথ্য জানান তিনি স্বামীকে। স্ত্রীর কাছে জানার পর স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন স্বামী সোলায়মান মিয়া। এজেন্সি স্টার লাইন এসোসিয়েট ফিরিয়ে আনতে ৪ লাখ টাকা দাবি করে। কোনও উপায় খুঁজে না পেয়ে বিমানবন্দর আর্মড পুলিশের কাছে অভিযোগ দেন স্বামী সোলায়মান মিয়া। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল ৮ মে সোমবার রিক্রুটিং এজেন্সিটির মালিকসহ দুই জনকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। জানা গেছে, বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমানের নেতৃত্বে একটি সোমবার বিকালে রাজধানীর পল্টনে রিক্রুটিং এজেন্সি স্টার লাইন এসোসিয়েটের অফিসে অভিযান চালায়। ভুক্তভোগী মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে স্টার লাইন এসোসিয়েটের মালিক ফিরোজ মো. মানসুরুল হক (৬০) এবং মো. রাজনকে (৩০) আটক করা হয়। তাদের আটক করে পল্টন থানায় হস্তান্তর করা হয়। ভুক্তভোগীর স্বামী সোলায়মান মিয়া বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ আইনে পল্টন মামলা করেন। মামলা নম্বর- ১৮/ ০৮-০৫-২০২৩। সোলায়মান মিয়া জানান, নির্যাতনের শিকার হয়ে সৌদিতে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনতে না পারলে সে আরও অসুস্থ হয়ে পড়বে। সোলায়মান মিয়া বলেন, আমার স্ত্রীর কথা শুনে আমি রাজধানীর পল্টনে রিক্রুটিং এজেন্সি স্টার লাইন এসোসিয়েটের অফিসে গিয়েছি। কিন্তু তারা আমার কথা শুনতে চায় না। পরবর্তী সময়ে তাদের অনেক অনুরোধ করলে তারা আমার স্ত্রীকে দেশে ফেরত আনার বাবদ ৪ লাখ টাকা দাবি করে। সোলায়মান মিয়া জানুয়ারি মাসে রিক্রুটিং এজেন্সি স্টার লাইন এসোসিয়েট অফিসে এসে সৌদি যাওয়ার বিষয়ে কথা বলতে আসেন। মাসে ১ হাজার রিয়াল বেতন সৌদিতে চাকরি দেওয়ার কথা বলে এই এজেন্সি। পরবর্তী সময়ে এই এজেন্সি ২ ফেব্রুয়ারী সৌদি আরবে পাঠায়। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কোনও প্রকার প্রশিক্ষণ ও ছাড়পত্র (স্মার্ট কার্ড) ছাড়াই এয়ারপোর্ট কন্ট্রাক করে সৌদি পাঠায় এই এজেন্সি। সেখানে যাওয়ার পর থেকেই সেখানকার গৃহকর্তা প্রতিনিয়ত যৌন, শারীরিক ও মানসিক নির্যাতন করছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, সৌদি আরবে গৃহকর্মী পাঠিয়ে নির্যাতনের অভিযোগে রিক্রুটিং এজেন্সি স্টার লাইন এসোসিয়েটের মালিকসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।