Dhaka ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আজ পয়লা মে মহান মে দিবস

  • Reporter Name
  • Update Time : ০৯:১২:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • 3034

সূর্যোদয় প্রতিবেদন : আজ পয়লা মে সোমবার মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালে শোষণ আর বঞ্চনা থেকে মুক্তি পেতে শ্রমিকরা আট ঘণ্টার কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে বিক্ষোভ ডাকে। বিক্ষোভের একপর্যায়ে ১ মে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে অন্তত ১০ শ্রমিক প্রাণ হারান। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের দিবস হিসেবে পালিত হচ্ছে। বিশ্বের প্রায় ৮০টি দেশের মতো বাংলাদেশও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে থাকে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা শ্রমজীবী মানুষসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ ১ মে সরকারি ছুটি। সরকারি-বেসরকারি অফিস-আদালতের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক ও কলকারখানা বন্ধ থাকবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ও বেতারগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশ করবে।
প্রতি বছরের মতো এবারও মে দিবস উদযাপন উপলক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৮টায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। র‌্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ (এমপি হোস্টেল) থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের সামনে গিয়ে শেষ হবে।
মহান মে দিবস উপলক্ষ্যে বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া মে দিবস উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক গোষ্ঠী নানা কর্মসূচি হাতে নিয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

ময়মনসিংহে নিজ বাসার সামনে সাংবাদিককে কুপিয়ে হত্যা

আজ পয়লা মে মহান মে দিবস

Update Time : ০৯:১২:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

সূর্যোদয় প্রতিবেদন : আজ পয়লা মে সোমবার মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালে শোষণ আর বঞ্চনা থেকে মুক্তি পেতে শ্রমিকরা আট ঘণ্টার কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে বিক্ষোভ ডাকে। বিক্ষোভের একপর্যায়ে ১ মে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে অন্তত ১০ শ্রমিক প্রাণ হারান। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের দিবস হিসেবে পালিত হচ্ছে। বিশ্বের প্রায় ৮০টি দেশের মতো বাংলাদেশও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে থাকে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা শ্রমজীবী মানুষসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ ১ মে সরকারি ছুটি। সরকারি-বেসরকারি অফিস-আদালতের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক ও কলকারখানা বন্ধ থাকবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ও বেতারগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশ করবে।
প্রতি বছরের মতো এবারও মে দিবস উদযাপন উপলক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৮টায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। র‌্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ (এমপি হোস্টেল) থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের সামনে গিয়ে শেষ হবে।
মহান মে দিবস উপলক্ষ্যে বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া মে দিবস উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক গোষ্ঠী নানা কর্মসূচি হাতে নিয়েছে।