হাবিবুর রহমান হবি, যশোর : যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের চৌগাছা উপজেলার মাসিলা সীমান্তের সদস্যরা এক অভিযান চালিয়ে আধা কেজি ওজনের স্বর্ণের ৪টি বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।
যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বিজিবি সদস্যরা জানতে পারেন,একটি সোনার চালান সহ পাচারকারী দলের এক সদস্য সোনা নিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে চৌগাছা সীমান্তের মাসিলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে
এ সময় চৌগাছার মাসিলা বিজিবি সদস্যের একটি টহলদল আজ ২৯ এপ্রিল শনিবার সকাল সাড়ে দশটার দিকে সীমান্তের গদাধরপুর এলাকায় যায় এবং সেখান থেকে টহলদল সোনা পাচারকারী দলের এক সদস্যেকে ধাওয়া করে পরে তার ফেলে যাওয়া একটি ব্যাগ এর মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি সোনারবার উদ্ধার করেন। উদ্ধার করে দেখা যায় সেখানে চারটি সোনারবার রয়েছে যার ওজন ৫০০ গ্রাম। উদ্ধারকৃত সোনার বর্তমান মূল্য পঞ্চাশ লক্ষ টাকা।