চট্টগ্রাম ব্যুরো : আকবরশাহ লালপাহাড়ে হযরত আবু হুরায়রা (রহঃ) মাদরাসা ও এতিমখানায় ঈদবস্ত্র বিতরণ করেন সিমনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীতাকুণ্ড থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। শনিবার, ১৫ এপ্রিল বস্ত্র বিতরণের সময় ছাত্রছাত্রীদের উদ্দেশ্য লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে দেশের উন্নয়নে অংশ নিবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। তিনি আরো বলেন, সকল শিক্ষার্থীকে আরবির পাশাপাশি বাংলা ও ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। কারণ দ্বীন প্রচারের ক্ষেত্রে ইংরেজির গুরুত্ব অনেক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ নেতা আবু সুফিয়ান, মাদরাসার পরিচালক হাফেজ মুহাম্মদ মনিরুল ইসলাম, সিমনি গ্রুপের ব্যবস্থাপক মোহাম্মদ ইসমাইল দুলাল, সাজ্জাদুল কাদের, মোহাম্মদ মহিউদ্দীন প্রমুখ।
শিরোনাম:
আকবরশাহহে এতিম ছাত্র ছাত্রীদের মাঝে লায়ন ইমরানের ঈদবস্ত্র বিতরণ
সর্বাধিক পঠিত